ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা

ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা

ভুয়া তথ্য দিয়ে লোকজন কীভাবে প্রোপাগান্ডা ছড়ায় বা এতে তাদের লাভটাই বা কী, এসব জানতে চায় সামি। সামিকে এ  ব্যাপারে সহযোগিতা করতে এগিয়ে আসে শাহীন।                                                                                                                               

স্কুল ছুটির পর সামি, মাইশা ও নিশি এসেছে ক্যাফে ইলেভেনে অপেক্ষা করছে নিশির বড় ভাই শাহীনের জন্য।

সামি: এই নিশি, ভাইয়া কি আজ আসবে?


নিশি: হ্যাঁ, আমাকে তো বলেছিলো আসবে


মাইশা: ভাইয়া বলেছিলো আজ ভুয়া তথ্য প্রপাগান্ডা নিয়ে কথা বলবে

 

এমন সময় শাহীন ক্যাফেতে ঢুকে


শাহীন: কী খবর তোমাদের, কেমন আছো তোমরা?


সামি: ভালো ভাইয়া, আপনি কেমন আছেন?


নিশি: আজ তুমি ভুয়া তথ্য আর প্রোপাগান্ডা নিয়ে আলোচনা করবে বলেছিলে


শাহীন: তোমরা কিছু খেয়েছ? নাহলে সামি ওয়েটারকে সবার জন্য কফি আর বার্গার দিতে বলো ভীষণ ক্ষুধা পেয়েছে


সামি: বলছি ভাইয়া, আপনি আগে বসুন তো

 

শাহীন: গতবার আমি ফেক নিউজ আর গুজব নিয়ে কথা বলেছিলাম সেসব কি মনে আছে?


নিশি: হ্যাঁ, মনে আছে ভাইয়া আমরা এখন ফেক নিউজ আর গুজব চিনতে পারি


মাইশা: ভাইয়া, ভুয়া তথ্য আর প্রোপাগান্ডা কী আর এটা চেনার উপায় কী?


শাহীন: উদ্দেশ্যমূলক, পক্ষপাতমূলক, বিভান্তিকর, ভুল এবং মিথ্যা তথ্য-যার কোনো বাস্তব ভিত্তি নেই তাকে ভুয়া তথ্য বলে ভুয়া তথ্য চেনার সহজ উপায় হলো, সেই তথ্যে কোনো নির্ভরযোগ্য উৎসের উল্লেখ থাকে না ভুয়া তথ্য চেনার জন্য তোমার সাধারণ বুদ্ধি ব্যবহার করবে বা যুক্তি দিয়ে চিন্তা করবে খবরের তথ্য নিয়ে সন্দেহ হলে, যাচাই করবে খবরের তথ্যসূত্র বা ছবি/ভিডিও-এর উৎস খুঁজে বের করবে, একই তথ্য নির্ভরযোগ্য কোনো সংবাদ মাধ্যমে ব্যবহার করা হয়েছে কি না তা যাচাই করবে


মাইশা: ভুয়া তথ্যের সাথে কি ভুয়া নিউজের কোনো সম্পর্ক আছে?


শাহীন: হ্যাঁ, অবশ্যই আছে, কারণ ভুয়া তথ্য দিয়েই ভুয়া নিউজ তৈরি করা হয়

 

মাইশা: ভুয়া তথ্য ব্যবহারের কোনো উদাহরণ দেন ভাইয়া?


শাহীন: অসংখ্য উদাহরণ আছে ভোলায় ভুয়া তথ্য ছড়ানো হয় যে একজন যুবক ধর্মের অবমাননা করে পোষ্ট দিয়েছে কিন্তু প্রকৃত তথ্য হলো সেই যুবকের ফেসবুক একাউন্ট হ্যাক করে অন্য কেউ পোস্ট দিয়েছিল একইভাবে ২০১২ সালে কক্সবাজারের রামুতে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে যে, উত্তম বড়ুয়া নামে এক ধর্ম অবমাননা করে ফেসবুকে ছবি পোষ্ট দিয়েছে। কিন্তু প্রকৃত তথ্য হলো উত্তম বড়ুয়া নামেই কেউ নেই। ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভুয়া তথ্যের খবর ছড়িয়ে পড়ে যে রসরাজ দাস নামে এক যুবক ধর্মের অবমাননা করে ফেসবুকে পোস্ট দিয়েছে। কিন্তু পরবর্তিতে তদন্ত করে জানা যায় ফেসবুকে ছবি পোস্ট করা তো দূরের কথা তিনি ফেসবুক চালাতেও পারেন না। ২০১৭ সালের নভেম্বরে রংপুরের গঙ্গাচড়ায় টিটু রায় নামে একজনের বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় অবমাননার ভুয়া তথ্যের অভিযোগে হিন্দুদের বাড়িঘরে হামলা করা হয়৷ প্রকৃত তথ্য হলো টিটু রায় ফেসবুকে পোস্ট দিবেন কী করে, তিনি লেখাপড়াই জানেন না৷ অর্থাৎ পুরোটা ছিলো ভুয়া তথ্যে গড়া ভুয়া নিউজ এবং প্রপাগান্ডা।

 

সামি: ভাইয়া এই প্রপাগান্ডা জিনিসটা কী?


শাহীন: প্রপাগান্ডা শব্দের আভিধানিক অর্থ হলো উদ্দেশ্যমূলক প্রচারণা। তবে বর্তমান সময়ে খারাপ উদ্দেশ্য থেকে উদ্দেশ্যমূলক প্রচারণা বা প্রপাগান্ডা চালানো হয়। 


মাইশা: এর অর্থ হলো, ভুয়া নিউজের মাধ্যমে এবং খারাপ উদ্দেশ্য নিয়ে প্রপাগান্ডা চালানো হয়


শাহীন: অনেকটা তাই, প্রপাগান্ডা সাধারণত তিনটি উদ্দেশ্যে ছড়ানো হয় সেগুলো হলোঃ বিরোধী রাজনৈতিক দল বা কোন পক্ষকে কোণঠাসা করতে, ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দিতে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে কোনো কোনো উগ্রপন্থী দল ধর্মের অবমাননা করা হয়েছে বলে উদ্দেশ্যমূলকভাবে প্রপাগান্ডা চালায় এতে ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত লাগে


নিশি: ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দিয়ে তাদের লাভ কী?


শাহীন: এই আঘাতকে কাজে লাগিয়ে ধর্ম রক্ষার নামে তারা তরুণদের উগ্রবাদী বা সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িয়ে ফেলে মনে রাখবে, ভুয়া নিউজ আর প্রপাগান্ডার তথ্য কখনো যুক্তি নির্ভর বা বস্তুনিষ্ঠ হয় না এসব চিনতে হলে তোমাদের যুক্তি দিয়ে চিন্তাভাবনা করা শিখতে হবে ভুয়া নিউজ বিভিন্ন অপ্রচলিত নিউজ পোর্টালে পাবলিশ করা হয় এবং পরে প্রপাগান্ডা আকারে ছড়িয়ে দেয়া হয় এর ফলে মাঝে মাঝে হামলা বা দাঙ্গার মতো দুঃখজনক ঘটনাও ঘটে


সামি: ভাইয়া প্রপাগান্ডা কোনো উদাহরণ দিতে পারবেন?


শাহীন: আমি আগেই বলেছি, ফেসবুকে ছবি পোস্ট করাতো দূরের কথা রসরাজ দাস ফেসবুক চালাতেই পারতেন না। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে প্রপাগান্ডা চালানো হয় যে সে অন্য ধর্মের অবমাননা করেছে। ভুয়া তথ্য ভুয়া নিউজের ওপর নির্ভর করে কক্সবাজারের রামুতে প্রপাগান্ডা চালানো হলো যে বৌদ্ধরা ইসলাম ধর্মের অবমাননা করেছে

 

মাইশা: ভাইয়া, ভুয়া তথ্য, ভুয়া নিউজ, গুজব আর প্রপাগান্ডা আমার কাছে একই মনে হচ্ছে একটু বুঝিয়ে বলবেন


শাহীন: অর্থের দিক থেকে ভুয়া তথ্য, ভুয়া নিউজ, গুজব আর প্রপাগান্ডা প্রায় কাছাকাছি হলেও পার্থক্য আছে তোমাদের এটা পরিস্কার বুঝতে হবে সহজ করে আমি আবারো বলছি যে তথ্যের বাস্তব ভিত্তি নেই সেটাই ভুয়া তথ্য ভুয়া তথ্য থেকে তৈরি হয় ভুয়া নিউজ আর গুজব এই ভুয়া নিউজ এবং গুজব কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করে তাহলে সেটা হলো প্রপাগান্ডা দীর্ঘদিন ধরেই দেশে বিদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে ভুয়া তথ্য, ভুয়া নিউজ, গুজব এবং প্রপাগান্ডাকে ব্যবহার করা হচ্ছে এসবের উদ্দেশ্য হলো দেশে উগ্রবাদী চিন্তাধারা ছড়িয়ে দিয়ে সহিংসতার বিস্তার ঘটানো সহজ সরল ধর্মপ্রাণ তরুণ-তরুণীদের উগ্রবাদের অন্ধকার পথে টেনে আনা কাজেই তোমাদের চিনতে হবে কোনটি ভুয়া তথ্য, কোনটি ভুয়া নিউজ আর গুজব,প্রপাগাণ্ডা তোমারা ব্যাপারে সতর্ক থাকব সবসময় এসব থেকে মুক্ত থাকার উপায় হলো জাতীয় পর্যায়ে প্রকাশিত নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ছাড়া অন্য কোনো সংবাদ মাধ্যমের খবর সহজে বিশ্বাস করবে না সোশ্যাল মিডিয়ায় ভুয়া নিউজ, প্রপাগান্ডা দেখলে শেয়ার করবে না, বরং রির্পোট করবে যেনো অন্যরা প্রতারিত না হয় এই সব নিউজ শেয়ার করা দেয়াও আইনত অপরাধ


সামি: ভুয়া তথ্য, ভুয়া নিউজ আর প্রোপাগান্ডা ছড়ালে কী হতে পারে?


শাহীন: তথ্য-প্রযুক্তি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে এই ধরনের কাজ করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে

 

সামি: আমরা আজ অনেক কিছু জানতে পারলাম আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া


শাহীন: তোমাদেরও ধন্যবাদ আশা করি কথাগুলো মনে রাখবে


নিশি: ভাইয়া চলো আমরা এবার বাসায় যাই



……………………………………………………………………………………………………………… 

 

ভুয়া নিউজ ও উদ্দেশ্যমূলক প্রচারণা প্রতিরোধে আমাদের-

করণীয়

কোনো নিউজ সত্য কি না তা যাচাই করবো।

নিউজের উৎস যাচাই করবো।

নিউজের শিরোনাম লক্ষ্য করবো।

নিউজের সাক্ষ্য প্রমাণ পরীক্ষা করবো।

একই নিউজ অন্য কোনো নিউজ মিডিয়ায় এসেছে কি না তা যাচাই করবো।

কোনো নিউজ যুক্তি নির্ভর বা বস্তুনিষ্ঠ কি না তা যাচাই করবো।

ওয়েবসাইটের ডোমেইন নেইম ও ইউআরএল পরীক্ষা করবো।

কোনো কিছু শেয়ার করার আগে চিন্তা করবো।

 

বর্জনীয়

ভুয়া নিউজ ও প্রপাগান্ডা বিশ্বাস করবো না, শেয়ার করবো না

উগ্রবাদী প্রচারণায় নিজেকে জড়াবো না।

সহিংস উগ্রবাদী কার্যক্রমে জড়িয়ে পড়বো না।

অপ্রচলিত কোনো নিউজ মাধ্যমের খবর বিশ্বাস করবো না।

রাউন্ড ১১ ভুয়া তথ্য ও প্রোপাগান্ডা

ভুয়া তথ্য থেকে তৈরি হয় ভুয়া নিউজ আর গুজব। এই ভুয়া নিউজ এবং গুজবকে কাজে লাগিয়ে উদ্দেশ্য হাসিল করতে চালানো হয় প্রোপাগান্ডা। সঠিক সাধারণ ...

জানার আছে অনেক কিছু

সুরক্ষিত সাইবার জগৎ (উন্নত)
সুরক্ষিত সাইবার জগৎ (উন্নত)

ফেসবুকে কেমন পাসওয়ার্ড দিলে ভালো হয়? কঠিন পাসওয়ার্ড দিলেও কি ফিশিং আর ...

আরও পড়ো
ইনফরমেশন লিটারেসি
ইনফরমেশন লিটারেসি

ইন্টারনেটে পাওয়া সকল তথ্যই কি সঠিক? সব ওয়েবসাইটের তথ্যই কি বিশ্বাসযোগ্য? ...

আরও পড়ো
ডিজিটাল আইন
ডিজিটাল আইন

দেশের ডিজিটাল আইন কেন জানা দরকার তা ব্যাখ্যা করছেন স্কুলের আইসিটি শিক্ষক ...

আরও পড়ো
মিথ্যা খবর ও গুজব
মিথ্যা খবর ও গুজব

সামি তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের নিউজ পায়। কিন্তু কোন নিউজটি সে ...

আরও পড়ো
ভুয়া তথ্য ও