ইনফরমেশন লিটারেসি

ইনফরমেশন লিটারেসি

ইন্টারনেটে পাওয়া সকল তথ্যই কি সঠিক? সব ওয়েবসাইটের তথ্যই কি বিশ্বাসযোগ্য? ইন্টারনেটে তথ্য খুঁজতে গিয়ে বিভিন্ন তথ্যের ভিড়ে মাইশা কী করবে বুঝতে পারছে না।                            

                                       

মাইশার মামা একজন সাংবাদিক, তিনি মাইশাদের বাড়িতে বেড়াতে এসেছেন এদিকে মাইশা ইন্টারনেটের সাহায্য নিয়ে একটা প্রবন্ধ লিখছে

 

মামা: কী করছো মাইশা?


মাইশা: মামা, আমি পরিবেশ দূষণের ওপর একটা প্রবন্ধ লিখছি স্কুল ম্যাগাজিনে ছাপা হবে

 

মামা: বাহ! খব চমৎকার পরিবেশ দূষণ সম্পর্কে আমাদের এখনই সচেতন হতে হবে


মাইশা: কিন্তু মামা আমি একটা সমস্যায় পড়েছি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য, এমন কী বিপরীতধর্মী তথ্যও আছে আমি বুঝতে পারছি না কোন তথ্যটা সঠিক  


মামা: এই সমস্যাতে অনেকেই পড়ে এটা দূর করতে হলে তোমাকে ইনফরমেশন লিটারেসিতে দক্ষ হতে হবে


মাইশা: ইনফরমেশন লিটারেসি কী মামা?

 

মামা: ইনফরমেশন লিটারেসি হলো, নির্ভরযোগ্য তথ্যের উৎস খুঁজে বের করা ও সেই তথ্য ব্যবহারের দক্ষতা সহজ করে বললে, ইন্টারনেটে সত্য-মিথ্যা নানা ধরনের তথ্য থেকে নির্ভরযোগ্য তথ্য ও সোর্স খুঁজে বের করার দক্ষতাই হলো ইনফরমেশন লিটারেসি


মাইশা: কিন্তু মামা ইন্টারনেটে অসংখ্য তথ্যের মধ্যে বিশ্বাসযোগ্য তথ্য আর সোর্স কোনটি কেমন করে বুঝবো?  


মামা: খুব সহজ তুমি যে বিষয়ে জানতে চাও সেই বিষয়ে নির্ভরযোগ্য জার্নাল বা পত্রিকায় প্রকাশিত লেখাগুলো বিবেচনা করবে

 

মাইশা: মামা নির্ভরযোগ্য জার্নাল বা পত্রিকা কোনটি বুঝবো কিভাবে?


মামা: জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে যে সব পত্রিকা বা জার্নাল প্রকাশিত হয় সেগুলো নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করতে পারো


এমন সময় মাইশার বড় বোন নওশিন তাদের আলোচনায় যোগ দেয়-

নওশিন: তোমরা কী নিয়ে আলোচনা করছো?


মাইশা: আমরা ইনফরমেশন লিটারেসি নিয়ে আলোচনা করছি। বলুন মামা, নির্ভরযোগ্য তথ্য আর সোর্স খোঁজার আর কোন কোন উপায় আছে?


মামা: আরো অনেক উপায় আছে, গবেষণা পত্রগুলো নির্ভরযোগ্য সোর্স, এগুলোকে অগ্রাধিকার দেবে। তারপর প্রবন্ধের বিষয়ে লেখক বিশেষজ্ঞ কিনা সেটা ইন্টারনেটে সার্চ করে তার প্রোফাইল যাচাই করবে। কোনো একটি বিষয়ে নির্ভরযোগ্য জার্নাল বা পত্রিকায় প্রকাশিত একাধিক লেখকের প্রবন্ধ পড়বে। পক্ষপাতমূলক লেখা বা সোর্স ব্যবহার না করে চেষ্টা করবে নিরপেক্ষ লেখকের প্রবন্ধকে সোর্স হিসেবে ব্যবহার করতে। একটা ভালো প্রবন্ধে অবশ্যই তথ্যের উৎস উল্লেখ থাকবে এসব উৎসগুলো নির্ভরযোগ্য কিনা সেটাও যাচাই করবে


নওশিন: আর কী কোনো উপায় আছে মামা?


মামা: প্রবন্ধের তারিখ লক্ষ্য করবে, খুব বেশি পুরনো তথ্য ব্যবহার না করে চেষ্টা করবে সর্বাধুনিক তথ্য ব্যবহার করতে। পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ বা নিউজের ক্ষেত্রে লেখক, রির্পোটার, এডিটর, সবার নাম এবং প্রকাশকের তারিখ উল্লেখ থাকবে। ভুয়া বা নকল প্রবন্ধ বা নিউজে এসব থাকে না। ওয়েবসাইটের ইউআরএল, ডোমেইন নেম লক্ষ্য করবে যেনো ভুয়া ওয়েবসাইট চিনতে পারো


নওশিন: আচ্ছা মামা, ইনফরমেশন লিটারেসি কেন গুরুত্বপূর্ণ?


মামা: ভুল, মিথ্যা, বিভ্রান্তিকর, পুরনো, পক্ষপাতমূলক এবং বিকৃত তথ্য থেকে মুক্ত থাকতে পারবে। মনে রাখবে ইনফরমেশন লিটারেসিতে দক্ষ না হলে বিপদে পড়ার সম্ভাবনা আছে


নওশিন: কী ধরনের বিপদ হতে পারে?


মামা: অনেক উদ্দেশ্যমূলক, পক্ষপাতমূলক, ভুল, বিভ্রান্তিমূলক তথ্য ইন্টারনেটে ছড়িয়ে আছে। এগুলো চিনতে না পারলে বা বিশ্বাসযোগ্য তথ্য খুঁজে না পেলে ভুল তথ্যে প্রভাবিত হয়ে ভুল পথে চালিত হবে

 

নওশিন: অনেক উগ্রবাদী সংগঠন ধর্ম রক্ষার নামে ভুল আর মিথ্যা তথ্য দিয়ে নিউজ, গুজব, উদ্দেশ্যমূলক প্রচারণা ছড়ায়


মামা: ঠিকই বলেছো, অনেকেই ভুল বা মিথ্যা তথ্য যাচাই করতে পারে না, তারা সহজের গুজব, ভুয়া নিউজ বা উদ্দেশ্যমূলক প্রচারণাকে সত্যি বলে মনে করে ব্যক্তিগত এবং পেশাদার জীবনে ইনফরমেশন লিটারেসির দক্ষতা অনেক সাহায্য করে যেমন: লেখাপড়া, এসাইনমেন্ট কিংবা গবেষণাপত্র তৈরিতে এই দক্ষতা খুবই কাজে আসে


নওশিন: অবাধ তথ্য প্রবাহের এই যুগে হাজারো তথ্যের মধ্যে সঠিক তথ্য খুঁজে পাওয়া কঠিন নয় শুধু পদ্ধতিটা জানতে হবে। সঠিক তথ্য থেকে শুধুমাত্র সঠিক জ্ঞান অর্জন করা সম্ভব ভুল তথ্যে তুমি পথ হারাবে


মাইশা: আপনার কাছে অনেক নতুন বিষয় জানতে পারলাম এখন থেকে আমি ইনফরমেশন লিটারেসির দক্ষতা অর্জন করবো আপনাদের অনেক ধন্যবাদ

…………………………………………………………………………………………………………………………

 

ইনফরমেশন লিটারেসিতে দক্ষতা অর্জনের জন্য আমাদের করণীয়-

·         ইনফরমেশন লিটারেসিতে দক্ষতা অর্জন করবো।

·         সংশ্লিষ্ট বিষয়ে লেখক বিশেষজ্ঞ কিনা সেটা ইন্টারনেটে সার্চ করে তার প্রোফাইল যাচাই করবে

·         নির্ভরযোগ্য জার্নাল বা পত্রিকায় প্রকাশিত লেখাগুলো বিবেচনা করবো

·         জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে যেসব পত্রিকা বা জার্নাল প্রকাশিত হয় সেগুলোকে বিশ্বাসযোগ্য সোর্স হিসেবে বিবেচনা করবো

·         কোনো একটি বিষয়ে নির্ভরযোগ্য জার্নাল বা পত্রিকায় প্রকাশিত একাধিক লেখকের প্রবন্ধ পড়বো

·         পক্ষপাতমূলক লেখা বা সোর্স ব্যবহার করবো না নিরপেক্ষ লেখকের প্রবন্ধকে সোর্স হিসেবে ব্যবহার করবো

·         একটা ভালো প্রবন্ধে অবশ্যই তথ্যের উৎস উল্লেখ থাকবে এসব উৎসগুলো নির্ভরযোগ্য কিনা সেটাও যাচাই করবো

·         ওয়েবসাইটের ইউআরএল, ডোমেইন নেম লক্ষ্য করবে যেনো ভুয়া ওয়েবসাইট চিনতে পারি গুজব, ভুয়া নিউজ বা উদ্দেশ্যমূলক প্রচারণা চিনবো

রাউন্ড ০৬ ইনফরমেশন লিটারেসি

ইন্টারনেটে তথ্য সমুদ্রে সঠিক তথ্য খুঁজে বের করা খুব কার্যকর একটি দক্ষতা। এই দক্ষতা অর্জনে সচেতনতার পাশাপাশি দিতে হবে সাধারণ বুদ্ধিমত্তার ...

জানার আছে অনেক কিছু

সুরক্ষিত সাইবার জগৎ (প্রাথমিক)
সুরক্ষিত সাইবার জগৎ (প্রাথমিক)

ডোমেইন নেইম আর ইউ আর এল দিয়ে কি নিরাপদ ওয়েবসাইট চেনা যায়? নাকি আরো কিছু জিনিস ...

আরও পড়ো
সুরক্ষিত সাইবার জগৎ (উন্নত)
সুরক্ষিত সাইবার জগৎ (উন্নত)

ফেসবুকে কেমন পাসওয়ার্ড দিলে ভালো হয়? কঠিন পাসওয়ার্ড দিলেও কি ফিশিং আর ...

আরও পড়ো
ইনফরমেশন