অনলাইনে গোপনীয়তা ও নিরাপত্তা

অনলাইনে গোপনীয়তা ও নিরাপত্তা

নিশি অনলাইনে তার গোপনীয়তা ও নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে চায়। তাই তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে তার বড় ভাই শাহীন।                                                                                                         


নিশি তার পড়ার টেবিলে বসে মোবাইলে কিছু একটা দেখছে


নিশি: ওয়াও! মারভেলের নতুন মুভি ব্ল্যাক-উইডো তো এবার সুপার হিট সিনেমাটা অবশ্যই দেখতে যাবো

 

এমন সময় নিশির বান্ধবী মাইশা তার রুমে আসে


মাইশা: কিরে পরীক্ষার পড়া কেমন হচ্ছে? তোর ইংরেজি নোটটা নিতে আসলাম ফটোকপি করবো 


নিশি: আরে মাইশা, কখন আসলি? এখানে আয়, তোকে একটা মজার জিনিস দেখাবো


মাইশা: কী? পরীক্ষার পড়া?

 

নিশি: পরীক্ষার কথা এখন বাদ মারভেলের নতুন মুভি ব্ল্যাক-উইডো মুভির ট্রেইলার দেখাবো মুভিটা তো এবার সুপার হিট হবে


মাইশা: তাই নাকি? দেখি তো ট্রেইলারটা কেমন?


এবার নিশির বড় ভাই শাহীনও রুমে আসে শাহীন কম্পিউটার বিজ্ঞানে পড়ে


শাহীন: এই তোমরা কী করছো? তোমাদের না ফাইনাল পরীক্ষা সামনে? পরীক্ষার প্রস্তুতি কেমন হচ্ছে?


নিশি: পরীক্ষার প্রস্তুতি ভালোই কিন্তু এখন আমরা মোবাইলে একটা ভিডিও দেখছি কিন্তু বলবো না কীসের ভিডিও

 

শাহীন: হাহাতোমরা আসলে মোবাইলে কী করছো বা কী দেখছো, তা কিন্তু আমি চাইলেই বের করতে পারি


মাইশা: কেমন করে ভাইয়া?


নিশি: অসম্ভব, তুমি পারবে না


শাহীন: ইন্টারনেটে কোনো কিছুই গোপন থাকে না তোমরা যে কাজই করো না কেন তার ফুটপ্রিন্ট থাকবে আমি তোমার মোবাইল হাতে নিলেই বিভিন্ন তথ্য বের করতে পারবো। আর একজন হ্যাকার চাইলে সেই ফুটপ্রিন্ট দিয়ে তোমাকে অনুসরণও করতে পারে তোমার তথ্য নিয়ে খারাপ বা ক্ষতিকর কিছু করতে পারে।

 

নিশি: কিছুদিন আগে আমাদের পাড়ার ইভা আপুর কিছু ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছিলো এই ছবি কি তাহলে হ্যাকাররা চুরি করেছিলো?


শাহীন: ঠিকই বলেছো অনলাইনে নিজের গোপনীয়তা ও নিরাপত্তা সম্পর্কে সচেতন না থাকলে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে


মাইশা: ভাইয়া আপনি আমাদের একটু শেখান না কীভাবে অনলাইনে আমাদের গোপনীয়তা ও নিরাপদে রাখবো


শাহীন: অনলাইনে গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য তোমাদের একটু সচেতন হতে হবে আর কিছু বিষয় জানতে হবে। প্রথমেই একাউন্টে শক্ত বা কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ছোট ও বড় হাতের অক্ষর, সংখ্যা ও সিম্বল দিয়ে কমপক্ষে ১২ ডিজিটের পাসওয়ার্ডকে তৈরি করতে হবে


নিশি: আমরা একাউন্টে শক্ত পাসওয়ার্ড ব্যবহার করি আমরা আগেই এটা শিখেছি


শাহীন: এখানেই শেষ না, দুই ধাপে পাসওয়ার্ড ভেরিফাই করা যায় এমন ব্যবস্থা চালু করে নিতে হবে


মাইশা: আমি এটা জানি ভাইয়া শক্ত পাসওয়ার্ড এবং টু-ফ্যাক্টর ভেরিফিকেশন ব্যবহার করি

 

শাহীন: সাথে তোমার ব্যবহৃত ডিভাইস এবং সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইট একাউন্টের সেটিংস অপশনে গিয়ে লগইন অ্যালার্ট চালু করবে কেউ যদি তোমার ডিভাইসে বা একাউন্টে লগইন করতে চেষ্টা করে তাহলে সাথে সাথে সতর্কতা ইমেইল বা মেসেজ পাবে


নিশি: কীভাবে লগইন এলার্ট ব্যবহার করবো তা আমাদের একটু দেখিয়ে দিও তো?


শাহীন: নিশ্চয় দেবো আর সোশ্যাল মিডিয়ার ট্যাগ অপশন বন্ধ করে দিতে পারো তাহলে কেউ কোনো পোস্টে বা ছবিতে তোকে অযাচিতভাবে ট্যাগ করতে পারবে না। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে সফটওয়্যার এবং অ্যাপ সবসময় নির্ভরযোগ্য উৎস থেকে ডাউনলোড করবে। অপ্রয়োজনীয় সফটওয়্যার এবং অ্যাপ ডিভাইসে রাখবে না এগুলো ইন্সটল করার সময় অবশ্যই শর্তগুলো পড়ে তবেই অনুমতি দেবে দেখে নেবে তারা অনাকাঙ্ক্ষিত কোনো অনুমতি চাচ্ছে কি না। সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড, মেসেঞ্জার অথবা ইমেইলের অ্যাটাচমেন্ট বা লিংকে অনেক সময় ম্যালওয়ার থাকতে পারে এগুলোতে ক্লিক করলেই ডিভাইসে ম্যালওয়ার ঢুকে পড়তে অথবা তথ্য চুরি হতে পারে। তাই অপরিচিত ইমেইল এড়িয়ে চলতে হবে সন্দেহজনক লিংক এড়িয়ে চলতে হবেঅনেক সময় লটারি পাওয়া বা লোভনীয় বিজ্ঞাপনের লিংক আসে এগুলো খুবই বিপদজনক এই সব লিংকে কখনোই ক্লিক করবে না


মাইশা: একবার লটারি পাওয়ার কথা বলে আমার একটা মেসেজ এসেছিলো আমি অবশ্য বিশ্বাস করিনি


শাহীন: একইভাবে ইমেইলে আসা সন্দেহজনক কোনো ওয়েবসাইটের ভিজিট রিকোয়েস্ট গ্রহণ করবে না, সার্ভে বা জরিপে অংশ নেবে না কারণ এগুলোর মাধ্যমে তোমাদের তথ্য অন্যের কাছে চলে যেতে পারে। এছাড়াও কোনো ওয়েবসাইট যদি অপ্রয়োজনে ব্যক্তিগত তথ্য, অর্থ সম্পর্কিত তথ্য, পাসওয়ার্ড, পিনকোড চায় তাহলে শেয়ার করবে না মনে রাখবে, বৈধ প্রতিষ্ঠান কখনোই এসব তথ্য চাইবে না


মাইশা: কয়েকদিন আগে আমার বাবার মোবাইল ওয়ালেট অ্যাপের পাসওয়ার্ড চেয়ে ফোন এসেছিলো কিন্তু আমি বাবাকে সাবধান করায় সে পাসওয়ার্ড দেয়নি


শাহীন: এই তো বুদ্ধিমানের কাজ করেছোআর ব্রাউজারের ব্রাউজিং ইতিহাস মুছে ফেলবে ব্রাউজারেডু নট ট্র্যাকঅপশন চালু করবে তাহলে কেউ তোমাকে অনুসরণ করতে পারবে না খুব প্রয়োজন না হলে পাবলিক বা ফ্রি ওয়াই ফাই ব্যবহার করা উচিত নয় কারণ এর মাধ্যমে তথ্য চুরি হতে পারে। তোমার ব্রাউজার, ফায়ারওয়াল বা এন্টি ভাইরাস কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে নিষেধ করলে সেই সাইটে প্রবেশ করবে না। অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যার নিয়মিত আপডেট করবে, নিষিদ্ধ, অবৈধ এবং পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করবে না এতে তোমার তথ্য ও গোপনীয়তা নিরাপদে থাকবে। অন্যের পেন ড্রাইভ, স্মার্টফোন, গেমিং সিস্টেম, স্মার্টফোন, হার্ডডিস্ক তোমার কম্পিউটারে যুক্ত করলে ভাইরাস স্ক্যান করে নেবে নইলে এর মাধ্যমেও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমার ছবি, ভিডিও, ঠিকানা এবং ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্যগলো সবার জন্য উন্মুক্ত রাখবে না বরং লক করে রাখবে আর নিরাপদ স্থানে সব পাসওর্য়াড লিখে রাখবে


নিশি: এবার থেকে আমি আমার ছবির অ্যালবাম লক করে রাখবো যেনো কেউ ডাউনলোড করতে না পারে


শাহীন: আর পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট ও বায়োমেট্রিক লক ব্যবহার করে ডিভাইস নিরাপদে রাখতে পারবে সোশ্যাল মিডিয়া বা ইমেইল ব্যবহারের পর লগ আউট করে রাখবে অবশ্যই এন্টি ভাইরাস ব্যবহার করবে  


মাইশা: এন্টি ভাইরাস তো ব্যবহার করিই। তবে মাঝে মাঝে একাউন্ট লগ আউট করা হয় না এবার থেকে অবশ্যই লগ আউট করবো


শাহীন: সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত গ্রুপ বা পেইজে যুক্ত থাকবে না রাষ্ট্র বিরোধী বা ধর্মীয় অনুভুতিতে আঘাত করা হয়েছে এমন পোস্টে লাইক, শেয়ার বা কমেন্ট করবে না এধরনের ভুয়া নিউজ, গুজব, প্রোপাগান্ডা শেয়ার না করে রিপোর্ট করবে এসব শেয়ার করা আইন অনুযায়ী অপরাধ যাচাই না করে অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করবে না, রিকোয়েস্ট পাঠাবে না


নিশি: কিন্তু আমরা অনেকেই অপরিচিত মানুষের রিকোয়েস্ট গ্রহণ করি বুঝেছি এটা করা আর ঠিক হবে না


মাইশা: কিন্তু ভাইয়া কীভাবে বুঝবো একাউন্ট হ্যাক হয়েছে?


শাহীন: পাসওয়ার্ড দিয়ে যদি একাউন্টে প্রবেশ করা না যায় তোমার একাউন্ট থেকে যদি অন্য কারো কাছে ইমেইল বা পোস্ট যেতে থাকে তখন বুঝতে হবে একাউন্ট হ্যাক হয়েছে

 

নিশি: একাউন্ট হ্যাক হলে কী করতে হবে?


শাহীন: দেরি না করে একাউন্ট পুনরুদ্ধার করতে হবে, প্রয়োজনে পুলিশকে জানিয়ে সাধারণ ডায়েরি করতে হবে এছাড়া ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের কারো অ্যাকাউন্ট থেকে সবাইকে জানাতে হবে যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে

 

নিশি: হা... হা...তুমি যে আমাদের এতো কিছু শিখিয়ে দিলে এখন তো আর কোনো তথ্য বের করতে পারবে না আমার ফোন থেকে।

শাহীন: তোমাদের নিরাপত্তাই হলো আমার মূল লক্ষ্য। আর আমি জানি যেকোনো সমস্যা হলে তোমরা আমার কাছে আসবে

মাইশা: আমাদের ওপর বিশ্বাস রেখে এতোকিছু জানানোর জন্য ধন্যবাদ ভাইয়া। 

রাউন্ড ০৭ অনলাইনে গোপনীয়তা ও নিরাপত্তা

নিজের নিরাপত্তার জন্য যেমন বাস্তব জীবনে নেই নানা সতর্কতা তেমনি অনলাইনে বিচরণের ক্ষেত্রেও নিতে হবে বিভিন্ন নিরাপত্তা ...

জানার আছে অনেক কিছু

সুরক্ষিত সাইবার জগৎ (প্রাথমিক)
সুরক্ষিত সাইবার জগৎ (প্রাথমিক)

ডোমেইন নেইম আর ইউ আর এল দিয়ে কি নিরাপদ ওয়েবসাইট চেনা যায়? নাকি আরো কিছু জিনিস ...

আরও পড়ো
সুরক্ষিত সাইবার জগৎ (উন্নত)
সুরক্ষিত সাইবার জগৎ (উন্নত)

ফেসবুকে কেমন পাসওয়ার্ড দিলে ভালো হয়? কঠিন পাসওয়ার্ড দিলেও কি ফিশিং আর ...

আরও পড়ো
ডিজিটাল সেলফ ইমেজ এবং ব্যক্তি পরিচয়
ডিজিটাল সেলফ ইমেজ এবং ব্যক্তি পরিচয়

সামি ইন্টারনেটে কিছু পোস্ট করতে, শেয়ার করতে বা লাইক দিতে  অনেক চিন্তা করে। ...

আরও পড়ো
অনলাইনে যোগাযোগ ও ব্যক্তি সম্পর্ক
অনলাইনে যোগাযোগ ও ব্যক্তি সম্পর্ক

মাইশাদের বাসায় আড্ডা দিতে এসেছে নিশি আর সায়মা। তারা সবাই মিলে মোবাইলে কিছু ...

আরও পড়ো
অনলাইনে গোপনীয়তা ও