অনলাইনে যোগাযোগ ও ব্যক্তি সম্পর্ক

অনলাইনে যোগাযোগ ও ব্যক্তি সম্পর্ক

মাইশাদের বাসায় আড্ডা দিতে এসেছে নিশি আর সায়মা। তারা সবাই মিলে মোবাইলে কিছু একটা দেখছে -                                                          


নিশি: এটা ইভা আপু না?


সায়মা: ইশ! কী হবে এখন?


মাইশা: আপুর জন্য খারাপ লাগছে।

 

নিশি: আপু প্রতারিত হয়েছে?


সায়মা: ইভা আপু তো নওশিন আপুর বন্ধু।


মাইশা: নওশিন আপু কি জানে?


এমন সময় মাইশার বড় বোন নওশিন প্রবেশ করে  

 

নওশিন: তোমরা সবাই কেমন আছো? কী দেখছো এতো মনোযোগ দিয়ে?


নিশি: আমরা ভালো আছি। আচ্ছা আপু, ইভা আপুতো তোমার সাথেই পড়ে?


সায়মা: অনলাইনে ইভা আপুর কিছু একান্ত ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়েছে।


মাইশা: তুমি কি এই বিষয়ে কিছু জানো আপু?

 

নওশিন: হ্যাঁ আমি সবই জানি। আমিও ভাবছিলাম তোমাদের সাথে এ বিষয়ে কথা বলবো।


নিশি: বলো আপু। আমরা জানতে চাই।


সায়মা: কী হয়েছিলো ইভা আপুর? 


নওশিন: ইভা একজনকে বিশ্বাস করেছিলো, কিন্তু তার বিশ্বাস ভঙ্গ হয়েছে। তোমাদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে যেন ইভার মতো পরিণতি না হয়।


নিশিইভা আপু কাকে বিশ্বাস করেছিলো?


মাইশা: কীভাবে আর কেমন করেই বা তিনি প্রতারিত হলেন?


নওশিন: লজ্জা আর অপমানে ইভা খুব ভেঙ্গে পড়েছিলো। অনেক কষ্ট করে তাকে বুঝিয়েছি যে তার কোন দোষ নেই


নিশিএখন কী অবস্থা ইভা আপুর? তিনি কি ভালো আছেন?


সায়মা: আপুর কথা ভেবে খারাপ লাগছে। তারপর কী হলো? 


নওশিন: মাস ছ'য়েক আগে ফেসবুকে এক অচেনা ছেলের সাথে ইভার পরিচয় হয়। অল্পদিনের মধ্যেই সেই সম্পর্ক ভার্চুয়াল ঘনিষ্ঠতায় পরিণত হয়। এক পর্যায়ে ছেলেটি ইভার ব্যক্তিগত ছবি চায়। ইভা একজন অদেখা মানুষকে বিশ্বাস করে ছবি শেয়ার করে। কিন্তু এক সময় তাদের সম্পর্ক নষ্ট হলে ছেলেটি সেই ছবিগুলো ইন্টারনেটে প্রকাশ করে দেয়। ফেসবুকে বন্ধুত্ব বা যেকোনো সম্পর্ক গড়ার ক্ষেত্রে তোমাদেরও সতর্ক হতে হবে, যেন ইভার মতো পরিণতি না হয়।


মাইশা: আমরা সতর্ক থাকতে চাই। 


নিশি: আপু আমাদের বলো কী করতে হবে?


সায়মা: এটা বুঝতে পারছি আমাদের অনলাইনে অচেনা মানুষের সাথে যাচাই না করে বন্ধুত্ব করা, ব্যক্তিগত তথ্য শেয়ার করা ঠিক নয়।


নওশিন: কোনো মানুষের সাথে হঠাৎ পরিচয় হলে আমরা কি তার সাথে বন্ধুত্ব করি, ব্যক্তিগত কথা শেয়ার করি?


নিশি: মোটেই না। 


নওশিন: কিন্তু ফেসবুকে আমরা অল্প পরিচিত বা অপরিচিত মানুষের সাথে বন্ধুত্ব করি, ব্যক্তিগত বিষয়ে কথা বলি, এটা উচিত নয় বরং বিপদজনক। কখনোই না জেনে ফেক আইডি বা অচেনা মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, কিংবা গ্রহণ করবে না। এসব ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য যেমন মোবাইল নম্বর, ইমেইল, বাড়ির ঠিকানা, স্কুলের নাম শেয়ার করবে না।


নওশিনপরিচিত মানুষ বা বন্ধুদের সাথেও একান্ত ব্যক্তিগত তথ্য শেয়ার না করা ভালো


নিশিকিন্তু বন্ধুদের সাথে শেয়ার করলে অসুবিধা কোথায়? 


নওশিন: নানা কারণে সমস্যা হতে পারে। যেমন ধরো - মোবাইল চুরি, হ্যাক হওয়াসহ নানা ধরনের সমস্যা হতে পারে। অথবা তোমার ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিতে পারে। যেমনটি ইভার ক্ষেত্রে হয়েছে। মনে রাখবে অনলাইনে তোমার অডিও, ভিডিও, মেসেজসহ সব কিছুই রেকর্ড থাকে। এমনকি তুমি ডিলিট করে দিলেও ওয়েবসাইট ও সার্ভারে রেকর্ড বা ফুটপ্রিন্ট থাকে। ইন্টারনেটে কোন কিছু গোপন নাও থাকতে পারে। সার্ভার বা কম্পিউটার হ্যাক হতে পারে। ডিভাইস চুরি হতে পারে। কাজেই সতর্ক হয়ে ছবি-ভিডিও পোস্ট করা ভালো। মেসেজে চ্যাট করার সময় আপত্তিকর কথা লিখবে না। ফেক আইডির কারো সাথে বন্ধুত্ব করা, কথা বলা, বিতর্ক করা, কোনো কিছু শেয়ার করা থেকে বিরত বা সাবধান থাকবে। অবশ্যই তোমাদের ফেক আইডি চিনতে হবে।


নিশি: আপু, আমরা ফেক আইডি চিনতে পারি যেমন- নীল আকাশ, খোলা জানালা, ফুটন্ত গোলাপ এ ধরনের নাম দেখলেই বুঝি এসব হলো ফেক আইডি। তবে অনেকে ভুয়া নামেও ফেক আইডি করতে পারে। 


নওশিন: ফেক আইডি চেনার আরো উপায় আছে। তাদের অনেকেই নিজের, পরিবারের বা বন্ধুদের সাথে ছবি-ভিডিও পোষ্ট করে না . . .ব্যক্তিগত তথ্য যেমন- বাড়ি বা অফিসের ঠিকানা, ফোন বা মেইল অ্যাড্রেস শেয়ার করে না, নির্দিষ্ট পোস্ট দেয় না। তাদের ফ্রেন্ডলিস্ট এবং অন্য মানুষের সাথে সম্পর্ক লক্ষ্য করবে, ব্যক্তিগত তথ্য লক্ষ্য করবে।

 

নিশি: অনেকেই ফেসবুক ফ্রেন্ডের সাথে দেখা করে।


নওশিনঅপরিচিত কারো সাথেই কোনো বাসায় বা নির্জন স্থানে দেখা করবে না। দেখা করতে হলে পাবলিক প্লেসে দেখা করবে। সাথে ২/১ জন বন্ধুকে নিয়ে যাবে। কোথায় দেখা করতে যাবে সেটা অবশ্যই কাছের কাউকে বলে যাবে। দেখা করার পর নিজে নিজে বাসায় ফিরবে। কোনোভাবেই তার সাথে গাড়ি, মোটরসাইকেল, সিএনজি বা রিক্সায় করে বাসায় ফিরবে না।


সায়মা: কিন্তু বন্ধুর সাথে ফিরলে অসুবিধা কী? 


নওশিন: এমন অসংখ্য ঘটনা আছে যে ফেরার পথে তারা বিপদে পড়েছে। কারণ চলার সময় গাড়ির ওপর তাদের নিয়ন্ত্রণ নাও থাকতে পারে।


মাইশা: আপু, নিরাপদ থাকতে আমরা আর কী কী করতে পারি? 


নওশিন: এমন কোনো ছবি ফেসবুকে পোস্ট করবে না যেগুলো সহজে এডিট করা যায়। প্রতারকেরা ছবি এডিট করে ব্ল্যাকমেইল করতে পারে। যদি পোস্ট করতেই হয় সেগুলো পাবলিক করবে না। শুধু একটা কথা মনে রাখবে, ‘সম্পর্ক যতই ভালো হোক ব্যক্তিগত তথ্য শেয়ার করবে না, অন্তরঙ্গ সম্পর্কে জড়াবে না

 

সায়মা: যদি কোনো বিপদ ঘটেই যায় তাহলে কী করবো আপু?


নওশিন: খুব ভালো প্রশ্ন। পরিচিত কাউকে বা অভিভাবককে জানাবে আর অবশ্যই পুলিশকে জানাবে অথবা ৯৯৯ নম্বরে ফোন করবে। নিজেকে দোষ দেবে না, অপরাধী ভাববে না, আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেবে না, মনে রাখবে তোমার কোন দোষ নেই। ছেলেদেরও ফেক আইডি বা অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করার সময় সতর্ক থাকতে হবে। কারণ, উগ্রবাদী সন্ত্রাসীরা ইন্টারনেটে তাদের জাল ছড়িয়ে রেখেছে। উগ্রবাদী সন্ত্রাসীরা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বা নানা কৌশলে তোমার সাথে বন্ধুত্ব করতে পারে। বিভিন্ন কথা বলে তোমাকে প্রভাবিত করতে পারে। ধর্ম আক্রান্ত হওয়া, ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে তারা তোমাদের জঙ্গীবাদী দলে যুক্ত করে ফেলতে পারে। এভাবে তারা কর্মী সংগ্রহ করে। উগ্রবাদীরা অনলাইনে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ভুয়া নিউজ বা প্রোপাগান্ডা ছড়াতে পারে। অসংখ্য পেইজ, গ্রুপ বা ওয়েবসাইটে তারা ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়। এই ধরনের পোস্ট দেখলে কমেন্ট, শেয়ার করবে না বা যুক্ত হবে না। 


নিশি: তোমার পরামর্শগুলো আমাদের খুবই কাজে আসবে আপু।


মাইশা: আমরা কখনো এভাবে চিন্তা করিনি। তোমাকে ধন্যবাদ আপু।


সায়মা: ইন্টারনেটে আমরা এখন আরো সতর্ক থাকবো।


নওশিন: তোমরা আমার পরামর্শগুলো মেনে চললে কখনো বিপদে পড়বে না।




রাউন্ড ০৫ অনলাইনে যোগাযোগ ও ব্যক্তি সম্পর্ক

অনলাইনে সহজেই একজন তার প্রকৃত পরিচয় লুকিয়ে রাখতে পারে, মিথ্যে পরিচয়ে করতে পারে ইন্টারনেটে বিচরণ। একটু সাবধানতা অবলম্বন করলেই সাইবারে ...

জানার আছে অনেক কিছু

সাইবার বুলিং
সাইবার বুলিং

নিশিকে উত্ত্যক্ত করছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র অর্ক। এখন কী করবে সে? ...

আরও পড়ো
ডিজিটাল ফুটপ্রিন্ট ও ব্যক্তিগত ভাবমূর্তি
ডিজিটাল ফুটপ্রিন্ট ও ব্যক্তিগত ভাবমূর্তি

নিশি আর এখন যেখানে সেখানে লাইক দেয় না, যার তার পোস্ট শেয়ার করে না। তার এই ...

আরও পড়ো
ডিজিটাল সেলফ ইমেজ এবং ব্যক্তি পরিচয়
ডিজিটাল সেলফ ইমেজ এবং ব্যক্তি পরিচয়

সামি ইন্টারনেটে কিছু পোস্ট করতে, শেয়ার করতে বা লাইক দিতে  অনেক চিন্তা করে। ...

আরও পড়ো
অনলাইনে যোগাযোগ ও ব্যক্তি