রাউন্ড ০১ সাইবার বুলিং

মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে কাউকে উত্ত্যক্ত করাকে সাইবার বুলিং বলে। অনলাইনে কেউ যদি খারাপ কথা বলে, অপমান করে অশ্লীল ছবি বা ভিডিও শেয়ার করে বা এমন কিছু করে যাতে কেউ মানসিকভাবে আঘাত পায়, তাহলে বুঝতে হবে সাইবার বুলিং করা হচ্ছে।

দ্বাদশ শ্রেণীর ছাত্র অর্ক নবম শ্রেণীর ছাত্রী নিশিকে সোশ্যাল মিডিয়ায় অপমান এবং সম্মানহানি করে কথা বলে। অর্কের এই আচরণকে কী বলে?
১ / ১০
১০ % সম্পন্ন হয়েছে
সাইবার বুলিংয়ের শিকার হলে কোনটি করা উচিত না?
২ / ১০
২০ % সম্পন্ন হয়েছে
সাইবার বুলিংয়ের শিকার হয়ে নিশির মন খারাপ হয়, হীনমন্যতায় ভোগে, তার লেখাপড়ার ক্ষতি হয়, মানসিক অস্থিরতায় ভুগতে থাকে, এটিকে কী বলে?
৩ / ১০
৩০ % সম্পন্ন হয়েছে
নিশিকে দ্বাদশ শ্রেণীর ছাত্র অর্ক অনলাইনে নানা ভাবে উত্ত্যক্ত করে। এসময় তার বন্ধু সায়মা এবং মাইশা নিশিকে সাহস দেয়, অন্যায়ের প্রতিবাদ করে। সায়মা এবং মাইশার এই আচরণকে কী বলে?
৪ / ১০
৪০ % সম্পন্ন হয়েছে
নিশির অন্যান্য বন্ধুরা সাইবার বুলিং ঘটতে দেখেও চুপ করে থাকে, তারা নিশিকে সাহায্য করতে এগিয়ে আসে না। তাদের আচরণকে কী বলে?
৫ / ১০
৫০ % সম্পন্ন হয়েছে
সোশ্যাল মিডিয়া থেকে ছবি এবং বিভিন্ন ব্যক্তিগত তথ্য চুরি করা, অনলাইনে কাউকে অনুসরণ করা এবং বিভিন্নভাবে অসম্মানজনক আচরণ করা। এই আচরণকে কী বলে?
৬ / ১০
৬০ % সম্পন্ন হয়েছে
মনে করো, সোশ্যাল মিডিয়ায় একটা ফেক আইডি থেকে কেউ তোমাকে বুলিং করছে। কিছুদিন পর জানতে পারলে, সে তোমার খুব কাছের এক বন্ধু। কী করবে তুমি?
৭ / ১০
৭০ % সম্পন্ন হয়েছে
সাইবার অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে আমরা .........
৮ / ১০
৮০ % সম্পন্ন হয়েছে
অনলাইনে ভিন্ন জাতি, ধর্ম, সম্প্রদায়ের আচার-আচরণ, পোষাক, জীবনাচরণ, ধর্মীয় বিশ্বাস প্রভৃতি নিয়ে কটাক্ষ করাকে কী বলে?
৯ / ১০
৯০ % সম্পন্ন হয়েছে
সোশ্যাল মিডিয়ায় কেউ যদি তোমাকে শারীরিক আক্রমণ, জীবননাশের হুমকি বা মানসম্মানহানির আচরণ করে তাহলে তুমি কী করবে?
১০ / ১০
১০০ % সম্পন্ন হয়েছে
রাউন্ড ০১ সাইবার বুলিং