রাউন্ড ১৩ সহিংস উগ্রবাদের সংকট মোকাবেলা

জীবনে সমস্যা  বা দুশ্চিন্তা আসলে বিষণ্ণ বা অসহায় না হয়ে বন্ধুদের কাছে সাহায্য চাইতে হবে, করতে হবে পছন্দের কাজ।

মানসিক অস্থিরতা বা বিষণ্ণতার লক্ষণ কী দেখে বোঝা যাবে?
১ / ১০
১০ % সম্পন্ন হয়েছে
ফারদিনের বন্ধু লামিয়া কোনো একটি সমস্যা নিয়ে অনেক চিন্তিত। ফারদিন তাকে সাহায্যের জন্য কী করতে পারে?
২ / ১০
২০ % সম্পন্ন হয়েছে
দুর্বল মনের যারা তারা কোনো ব্যক্তিগত সমস্যায় কিংবা নিজের মনের মতো কাজ করতে না পেরে ক্ষুব্ধ হলে কী করে?
৩ / ১০
৩০ % সম্পন্ন হয়েছে
উগ্রবাদীরা কর্মী সংগ্রহের জন্য কিশোর-কিশোরীদের কী বলে প্রভাবিত করে?
৪ / ১০
৪০ % সম্পন্ন হয়েছে
কখনো হতাশ, বিষণ্ণ, অসহায় লাগলে নিচের কোনটি করা ঠিক হবে না?
৫ / ১০
৫০ % সম্পন্ন হয়েছে
যেকোনো কঠিন সমস্যায় পড়লে কী করতে হবে?
৬ / ১০
৬০ % সম্পন্ন হয়েছে
উগ্রবাদী সংগঠনে যারা জড়িয়ে পড়ে তাদের পরিণতি কী হতে পারে?
৭ / ১০
৭০ % সম্পন্ন হয়েছে
তরুণ-তরুণীদের নিজের আত্মপরিচয় খুঁজে বের করা কেন প্রয়োজন?
৮ / ১০
৮০ % সম্পন্ন হয়েছে
উগ্রবাদী সংগঠন কেন সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে চায়?
৯ / ১০
৯০ % সম্পন্ন হয়েছে
সমাজকে সুন্দর ও বাসযোগ্য করে তোলার জন্য কী করা যেতে পারে?
১০ / ১০
১০০ % সম্পন্ন হয়েছে
রাউন্ড ১৩ সহিংস উগ্রবাদের সংকট মোকাবেলা