রাউন্ড ০৩ ডিজিটাল ফুটপ্রিন্ট ও ব্যক্তিগত ভাবমূর্তি

সমুদ্র সৈকতে হেঁটে গেলে যেমন পায়ের চিহ্ন থেকে যায়; তেমনি সাইবারের সকল কাজের চিহ্ন থেকে যায় আমাদের অজান্তেই। এই ডিজিটাল ফুটপ্রিন্টই গড়ে তোলে সাইবারে সকলের ব্যক্তিগত ভাবমূর্তি।
সামি ইন্টারনেটে নানা ধরনের ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ব্লগ, ই-কমার্স ওয়েবসাইটগুলোকে ব্রাউজ করে এবং নানা ধরনের তথ্য খোঁজ করে। ইন্টারনেটে সামি যা কিছু করেছে তার প্রমাণ বা চিহ্ন থেকে যায়। এই চিহ্নকে বলে-
১ / ১০
১০ % সম্পন্ন হয়েছে
সামি বিভিন্ন ওয়েবসাইট, ই-কমার্স সাইট এবং ইমেইলে লগ ইন করার জন্য ব্যক্তিগত তথ্য প্রদান করে। এই তথ্য দেওয়াকে কী বলে?
২ / ১০
২০ % সম্পন্ন হয়েছে
নিশি তেমন কিছু না ভেবে নিজের সোশ্যাল মিডিয়াসহ অনলাইনে অনেক জায়গায় কমেন্ট করে। এই তথ্য দেওয়াকে কী বলে?
৩ / ১০
৩০ % সম্পন্ন হয়েছে
অনলাইনে সামির ডিজিটাল ফুটপ্রিন্টের তথ্যগুলো দিয়ে কী করা হতে পারে?
৪ / ১০
৪০ % সম্পন্ন হয়েছে
সায়মা ডিজিটাল ফুটপ্রিন্টের ব্যাপারে খুবই সচেতন, সে তার সার্চ হিস্ট্রি ব্রাউজার, অ্যাপ এবং ওয়েবসাইট থেকে মুছে ফেলে। তারপরও কী অনলাইনে সায়মার ফুটপ্রিন্ট থাকবে?
৫ / ১০
৫০ % সম্পন্ন হয়েছে
সায়মা অনলাইনে ডিজিটাল ফুটপ্রিন্ট বিষয়ে সাবধানতা অবলম্বন করতে চায়, তাকে কী করতে হবে?
৬ / ১০
৬০ % সম্পন্ন হয়েছে
অনলাইনে সামির যেখানে খুশি সেখানে যায় তাই তার অনেক রকম ডিজিটাল ফুটপ্রিন্ট রয়েছে, এই ফুটপ্রিন্ট থেকে সে কী ধরনের বিপদে পড়তে পারে?
৭ / ১০
৭০ % সম্পন্ন হয়েছে
অনলাইনে কুকিজ বলতে আমরা কী বুঝে থাকি?
৮ / ১০
৮০ % সম্পন্ন হয়েছে
ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায় থাকে?
৯ / ১০
৯০ % সম্পন্ন হয়েছে
কুকিজের উপকারিতা কী?
১০ / ১০
১০০ % সম্পন্ন হয়েছে
রাউন্ড ০৩ ডিজিটাল ফুটপ্রিন্ট ও ব্যক্তিগত ভাবমূর্তি